মাহিয়া মাহি ওমরাহ থেকে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান
বাংলাদাশের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে ওমরাহ পালনে জন্য সৌদি আরবে অবস্থান করছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকেই এক ভিডিও বার্তায় তিনি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে কথপোকথনের ফাঁস হওয়ার অডিও নিয়ে এই প্রথম মুখ খোলেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, ওই সময় তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন। আর সেটি ছিল গত দুই বছর আগের একটি ঘটনা।
আজ বিকেলে চিত্রনায়িকা মাহিয়া মাহি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন, আমি ওমরাহ থেকে ফিরে আসার পর আমার প্রথম এবং একমাত্র চাওয়া— আমি আমাদের সবার অভিভাবক এবং আমাদের মমতাময়ী মা "মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার" সাথে মাত্র ৩০ সেকেন্ডের জন্য হলেও একবার আমি দেখা করতে চাই। তার কাছে আমার অনেক কিছু বলার আছে। আর এই মনো-কামনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার অনেক বিশ্বাস আমার চাওয়া ব্যর্থ হবে না।
চিত্রনায়িকা মাহিয়া মাহির ওমরাহ শেষ করে চলতি সপ্তাহেই দেশে ফিরে আসার কথা।
গত ৩০ নভেম্বর চিত্রনায়িকা মাহিয়া মাহি তার স্বামীসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন । তারই মধ্যেই গত রবিবার চিত্রনায়িকা মাহিয়া মাহির এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি বিব্রতকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে যায়।
সেখানে কিছু অশ্লীল ভাষায় মাহিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ধর্ষণের হুমকি দেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান নানা ভয়ভীতি দেখিয়ে তাঁকে আবাসিক একটি হোটেলে যাওয়ার জন্যেও বাধ্য করতে শোনা যায় ওই অডিও ক্লিপে। আর সেখানে আরও কথা বলতে শোনা যায় বাংলাদাশের চিত্রনায়ক ইমনকেও। মূলত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানে এবং এই নায়ক ইমনের কথোপকথনটিই ভাইরাল হয়।
সেটির জবাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি, মক্কা থেকেই ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য প্রকাশ করেন।
আবার অন্যদিকে, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে গত "৭ ডিসেম্বর" তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগ করেছেন।
মাহিয়া মাহি গত ২০১২ সালের জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় "ভালোবাসার রঙ" চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে। মাহিয়া মাহি রাজশাহীর মেয়ে।
মাহিয়া মাহি পরবর্তীতে "অগ্নি", "কী দারুণ দেখতে","ঢাকা অ্যাটাক","দবির সাহেবের সংসার","অনেক সাধের ময়না" সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন।
মাহিয়া মাহি গত সেপ্টেম্বরের মাঝা মাঝিতে গাজীপুরের একজন ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিয়ে করে তাকে নিয়ে ওমরাহ পালনে গেছেন।
বাংলাদাশের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি এর আগে সিলেটের এক ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এবং এরই মধ্যে তাদের বিচ্ছেদ ও হয়ে গেছে।
No comments