Recent comments

Breaking News

কিশোরী তার মাকে বিয়ে দিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়লেন

 কিশোরী তার মাকে বিয়ে দিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়লেন। মায়ের বিয়ে নিয়ে খুশির সিমা ছিল না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মায়ের বিয়ের সবকিছু তদারকি করেছেন এই কিশোরী , খুঁটিনাটির ছবি তুলেও তার টুইটারে হালনাগাদ জানিয়েছে। কিন্তু সর্বশেষ হালনাগাদ জানানোর পোস্ট আবেগে ভাসিয়েছে নেটিজেনদের।




মেয়েরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি ভিডিও ব্যাপক আগ্রহ সহকারে শেয়ার করে থাকে। কিন্তু নিজের মায়ের বিয়ের ছবি বা ভিডিও শেয়ার করেন এমন ঘটনা খুবই সীমিত ও বিরল।

এক টুইটার ব্যবহারকারী সেই বিরল ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে স্বীকার করেছেন ওই মেয়েটি। ওই মেয়েটির নাম মমি।




কনের সাজে মমির মা সনি

তবে মমি বিয়ের পরে তার নতুন বাবাকে গ্রহণ করার পর বেশ আনন্দেই ঝরঝর করে কেঁদে দেয়। পরে মমির মা এসে তাঁকে সান্তনা দেন। এমন দুটি ছবি গতকাল রবিবার টুইটারে শেয়ার করেছেন মমি।

নিজের ৩৫ বছর বয়সী মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালো লাগাটাও শেয়ার করেছেন মমি। আর মমির মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে ইন্টারনেট নেটদুনিয়ায়। মমির মায়ের নাম সনি, যা মেয়ে মমি নিজেই জানিয়েছে।

মমি টুইটারে তার মায়ের বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছে। একটা ভিডিওতে তার মায়ের হাতে দুই নারীকে মেহেদি পরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে মমি লিখেছেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার মা বিয়ে করছেন।


মমির মায়ের আংটি বদল

আরেক টুইটে মমি লিখেছেন, সত্যিটা হলো আমি আর আমার ১৬ বছর বয়সী ভাই আমাদের পরিবারে একজন পুরুষ থাকার পক্ষে ছিলাম না, কিন্তু এখন আমরা আমাদের জীবনে একজন বাবাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি এবং আনন্দিত । 

মমি আরেকটি ভিডিও শেয়ার করে তার মাকে উদ্দেশ্য করে লিখেছেন, মেয়ে আমি মমি কাঁদছি না।


মমির মা সনিকে মেহেদি পরানো হচ্ছে

আরেকটি ছবি পোস্ট করে মমি লিখেছে, দেখেছ আমার মায়ের মুখের বিস্তৃত হাসি, আমি আমার মায়ের সুখী সন্তান।

মমি তার মায়ের বিয়ের ও মালাবদলের ছবিও শেয়ার করেছে।

No comments