অভিনেত্রী সুবাহ অবশেষে নাসিরকে ভুলে গিয়ে নতুন প্রেমে জড়ালেন
বিনোদন ডেস্ক (NDTV24): বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করে ফেসবুক লাইভে এসে আলোচিত হয়েছেন এই মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।
অভিনেত্রী সুবাহর সেই সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই। কিন্তু চলতি বছরের ২০২১ বিশ্ব ভালোবাসা দিবসে গত (১৪ ফেব্রুয়ারি) কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছিলেন ক্রিকেটার নাসির। ক্রিকেটার নাসির এর বিয়ের পরও আবার লাইভে এসেছিলেন অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা কিন্তু এবার এই ক্রিকেটারের স্মৃতি ভুলে গিয়ে আবার নতুন প্রেমে মজেছেন।
গত শুক্রবার বিকালে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী সুবাহ তিনি নিজেই নতুন প্রেমের খবর জানিয়েছেন। অভিনেত্রী সুবাহ লিখেছেন, হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা বলেন খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার অভিনেত্রী সুবাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একজন সুদর্শন পুরুষের চেয়ে কিন্তু একজন যত্নশীল পুরুষ অতি উত্তম!সেই সঙ্গে তিনি তার একটি আঁকা ছবিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রায় ৩ বছর আগে নাসিরের সঙ্গে সুবাহর প্রেমের সম্পর্কের ইতি ঘটলেও এই ক্রিকেটারের অধ্যায় সামনে এলেই পুরনো সম্পর্ক প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি। সম্প্রতি সুবাহ, নাসিরের নাম উল্লেখ না করে তার উদ্দেশ করে ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছিলেন এই চিত্রনায়িকা সুবাহ।
প্রসঙ্গত, রফিক সিকদার পরিচালিত "বসন্ত বিকেল" চলচ্চিত্রের মাধ্যমে গত ২বছর আগে, ২০১৯ সালে নায়িকা হিসাবে নাম লেখান সুবাহ শাহ হুমায়রা। এরপর থেকে একে একে ৬টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ শাহ হুমায়রা। তবে এখন পর্যন্ত সুবাহ শাহ হুমায়রার কোনো সিনেমা মুক্তি পায়নি।
#actress, #actor, #model, #media, #entertainment, #tech,
No comments