অবশেষে দেশে ফিরলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
বর্তমানে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে গিয়ে ব্যর্থ হয়ে এবার দেশে ফিরেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে আর কোন পথ না পেয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন।
সারা বিশ্বে বিমান চলাচল পর্যবেক্ষণকারী ফ্লাইট "স্টারস"-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ দুবাই বিমানবন্দর থেকে রোববার সকাল ১০টা ৪৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের "ইকে" ৫৮৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। আজ দুবাই থেকে ৪ ঘণ্টা ২১ মিনিটের যাত্রা শেষে এমিরেটস এয়ারলাইনসের "ইকে" ৫৮৬ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এমিরেটস এয়ারলাইনসের "ইকে" ৫৮৬ ফ্লাইটটি অবতরণের নির্ধারিত সময় ছিল বিকেল "৪টা ৫৫ মিনিট"।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর গত বৃহস্পতিবার তিনি কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু কানাডার টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে নামতেই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেখেন ভিন্ন পরিস্থিতি। স্থানীয় সময় গত শুক্রবার দুপুর একটা "৪১ মিনিটে" কানাডার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি এয়ারপোর্টে অবতরণ করে। তারপরই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে কানাডার ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।
এবং দীর্ঘ সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরই তাকে তুলে দেয়া হয় একটি দুবাইগামী ফিরতি ফ্লাইটে। কিন্তু সেখানকারও কোন ভিসা না পেয়ে শেষ পর্যন্ত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান নিজ দেশেই ফিরে আসলেন। এর আগে গত শনিবার রাতেই মুরাদ হাসান দেশে ফিরবেন বলে গুঞ্জন শোনা যায়। তবে মুরাদ হাসান রাতে না আসায় সকালে তিনি আসতে পারেন বলে ধারণা করা হয়।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক মামলার আবেদন জমা পড়েছে ঢাকাই, সিলেটে, চট্টগ্রাম ও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে। জিয়ার পরিবার এবং ব্যারিস্টার জাইমা রহমানের সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং মর্যদাহানিকর ভাষা ব্যবহার করেন। জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এ আবেদন করা হয়েছে।
No comments