বিবাহবার্ষিকীতে মুফতি স্বামীকে নিয়ে যা বললেন অভিনেত্রী সানা খান
বিনোদন ডেস্ক(NDTV24) : গত এক বছর আগেও তিনি ছিলেন বলিউডের সেরা অভিনেত্রী সানা খান। অভিনেত্রী সানা খান খোলামেলা দৃশ্যে অভিনয় করে তিনি দর্শকদের মন মাতিয়ে ছিলেন। কিন্তু হঠাত আচমকাই অভিনেত্রী সানা খান এক মুফতিকে বিয়ে করে পুরাপুরি সংসারী হয়ে যান। অভিনেত্রী সানা খান কেবল সংসারী নয়, বলিউডকে বিদায় জানিয়ে সানা খান একেবারে ইসলামী পথ বেছে নিয়েছেন।
গত বছরের "২০ নভেম্বর" গুজরাটের একজন ব্যবসায়ী মুফতি সৈয়দ আনাসকে বিয়ে করেন অভিনেত্রী সানা খান। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী। অভিনেত্রী সানা খান বিশেষ এই দিনে স্বামীর প্রশংসা করে একটি পোস্ট দিয়েছেন এবং স্বামীর সঙ্গে বোরকা পরে একটি ছবি শেয়ার করেছেন। তাদের পেছনে রয়েছে সৌদি আরাবের পবিত্র কাবা শরীফের ছবি। ক্যাপশনে অভিনেত্রী সানা খান লিখেছেন, "আমি আপনার দ্বীন", "আখিরাত ও এর মধ্যবর্তী সবসময়ের জন্য প্রার্থনা করি", আমি যেমন আমার জন্য করি। ঠিক যেমন "আমি নিজের জন্য প্রার্থনা করি", তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি আমার নিজের জন্য যা চাই, তা আপনার জন্যও চাই।
অভিনেত্রী সানা খান খুব শিগগিরই হজ করার ইচ্ছে পোষণ করেছেন। অভিনেত্রী সানা খান আরও লিখেছেন, "আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান", "পাপের কাছে নয়"। আপনি আমার অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সৈয়দ আনাস এবং তাদের পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা আর সইছে না। ইনশাআল্লাহ।
গত বছর ২০২০ সালের অক্টোবর মাসে অভিনেত্রী সানা খান হঠাত সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন। অভিনেত্রী সানা খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তার কারন জানতে চাইলে তিনি বলেন, আমি আমার নিজেকে ইসলামের কাছে সমারর্পন করেছি৷
অভিনেত্রী সানা খান এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন। প্রসঙ্গত, গত বছর ২০২০ সালের ২০ নভেম্বর আনাস সইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এককালের সালমান খানের সহ অভিনেত্রী। অভিনেত্রী সানা খান বিয়ের পরেই নিজের নামে বদল করে রাখেন সাইয়াদ সানা খান।
No comments